advertisements

Saturday, 22 July 2017

Bengali News (07/22/2017) 3No.

দেশে তৈরি বফর্স কামান ধনুশে সস্তার চিনা যন্ত্রাংশ দেওয়ার অভিযোগে দিল্লির একটি বেসরকারি সংস্থা সিন্ধ সেল‌্স সিন্ডিকেট-এর বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা দায়ের করল সিবিআই। এই কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশের গান‌্স ক্যারেজ ফ্যাক্টরি (জিসিএফ)-র কয়েক জন অজ্ঞাতপরিচয় আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সিবিআই সূত্রে খবর, বফর্স কামান ধনুশের ‘ওয়্যার রেস রোলার বিয়ারিং’ বানানোর জন্য সিন্ধ সিন্ডিকেট-কে বরাত দিয়েছিল জিসিএফ। সিবিআই-এর করা এফআইআর-এ বলা হয়েছে, ২০১৩-য় দিল্লির ওই সংস্থাটিকে ৩৫ লক্ষ ৩৮ হাজার টাকার বিনিময়ে চারটি বিয়ারিং বানানোর বরাত দেওয়া হয়েছিল। ২০১৪-য় ৫৩ লক্ষ ৭ হাজার টাকার চুক্তিতে ফের ৬টি বিয়ারিং বানানোর বরাত দেওয়া হয়েছিল ওই সংস্থাকেই। সিন্ধ সিন্ডিকেট দু’টি বিয়ারিং সরবরাহ করে ওই বছরেরই ৭ এপ্রিল থেকে ১২ অগস্টের মধ্যে তিনটে আলাদা সময়ে। অভিযোগ, যে বিয়ারিংগুলো সরবরাহ করা হয়েছিল সেগুলোর সার্টিফিকেশনে দেখানো হয় যন্ত্রাংশগুলো জার্মানির সংস্থা সিআরবি অ্যান্তরিবস্টেচনিক-এর তৈরি। এমনকী বিয়ারিংগুলোর গায়ে ‘মেড ইন জার্মানি’ খোদাই করে লিখে দেওয়াও হয়েছিল। সিন্ধ সিন্ডিকেট আশ্বাসও দিয়েছিল যদি কোনও সমস্যা হয়, তা হলে বিনামূল্যে সেগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব তাদের।জিসিএফ যখন সরবরাহ করা বিয়ারিংগুলো পরীক্ষা করে, মাপের ক্ষেত্রে গড়বড় ধরা পড়ে সেগুলোয়। সিবিআইয়ের অভিযোগ, ত্রুটি ধরা পড়ার পরই জিসিএফ-এর কয়েক জন অজ্ঞাতপরিচয় আধিকারিক বিষয়টিকে ‘স্পেশ্যাল কেস’ হিসাবে দেখিয়ে নিজেদের হেফাজতে বিয়ারিংগুলো নিয়ে নেন। সিবিআই আরও জানয়িছে, তদন্ত করে তারা জানতে পারে সিন্ধ সিন্ডিকেট জার্মানির যে সংস্থার কথা সার্টিফিকেশনে উল্লেখ করেছে, সেই সংস্থা এ ধরনের কোনও যন্ত্রাংশ বানায়ই না। শুধু তাই নয়, সংস্থাটি বিয়ারিং সরবরাহ করার সময় জার্মান সংস্থাটির যে চিঠি দেখিয়েছিল, সেটাও ভুয়ো ছিল।তা হলে বিয়ারিংগুলো কোথা থেকে তৈরি করা হয়েছিল?সিবিআই সূত্রে জানানো হয়েছে, তদন্ত করে তারা জানতে পারে বিয়ারিংগুলো আসলে বানিয়েছে দু’টি চিনা সংস্থা। তাদের মধ্যে একটি হল জুঝৌ হেলিন স্লুয়িং বিয়ারিংস কোম্পানি লিমিটেড এবং আরটিআর ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।ভারতে তৈরি এই ধনুশ কামান ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এটি দেশীয় প্রযুক্তির বফর্স হাউইত্জার কামান।


No comments:

Post a Comment

Artificial intelligence can predict your personality ... simply by tracking your eyes

 Artificial intelligence can predict your personality ... simply by tracking your eyes:- It's often been said that the eyes are ...